Site icon Jamuna Television

নরসিংদীতে তরুণীর গায়ে কেরোসিনে ঢেলে আগুন দেয়ার ঘটনায় মামলা, আটক ১

নরসিংদীতে তরুণীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়ার ঘটনায় করা মামলায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল রাতে অজ্ঞাত দু’জনকে আসামি করে মামলা হয়। তবে জড়িত সন্দেহে রায়পুরা থেকে আটক সজীব রায়কে থানাহাজতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে বীরপুর মহল্লায় বাড়িতে ফেরার পথে ফুলনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয় দুজন দুর্বৃত্ত। পরে ফুলনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার শরীরের ১২ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দগ্ধ ফুলন বর্মণ গত বছর নরসিংদীর উদয়ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

Exit mobile version