Site icon Jamuna Television

ঈদযাত্রায় ২৬৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ২৯৮ জনের

এবারের ঈদ যাত্রায় সড়ক, রেল ও নৌপথে ২৬৫ টি দুর্ঘটনায় ২৯৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে ৮৬০ জন। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ঈদ যাত্রায় ১৩ দিনের চিত্র তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক।

তিনি বলেন, বিগত রোজার ঈদের চেয়ে এবার রাস্তাঘাটের পরিস্থিতি তুলনামূলক ভালো থাকায় দুর্ঘটনা কমেছে। নৌ পথে বেশ কয়েকটি নতুন লঞ্চ বহরে যুক্ত হয়েছে, রেলপথেও বেশ কয়েক জোড়া নতুন রেল ও বগি সংযুক্ত হয়েছে ফলে কমেছে ভোগান্তি। পাশাপাশি এবারের ঈদের লম্বা ছুটি থাকায় আগেভাগে বাড়ি ফেরার সুযোগ থাকায় ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে।

Exit mobile version