Site icon Jamuna Television

রাজধানীতে বসবাসকারীদের তথ্য সংগ্রহের অভিযান শুরু

সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম এর আওতায় নগরবাসীর তথ্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ অভিযানের উদ্বোধন করেন তিনি।

আগামী ১৫ থেকে ২১ জুন রাজধানীতে গতবার বাদপড়া মানুষের তথ্য সংগ্রহ অভিযান আবারো শুরু হয়েছে। ৭ দিন ধরে থানা বিট পুলিশ ও ডিএমপি এ তথ্য সংগ্রহ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তার জন্যই এ তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রতিটি বাড়ির মালিক, ভাড়াটিয়া, কাজের লোক ও ড্রাইভারের তথ্য সংগ্রহ করা হবে।

গতবার অনেকে তথ্য দেয়নি ফলে নিরাপত্তা ঝুঁকি মনে করছে ডিএমপি। এ কাজে নগরবাসীর সহযোগীতা কামনা করেন তিনি।

তিনি বলেন, অতীতে সংগ্রহ করা তথ্যগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এবারও যে তথ্য সংগ্রহ করা হবে সেগুলোর ও যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Exit mobile version