Site icon Jamuna Television

গাজীপুরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের পলাসোনা এলাকা থেকে এক অটো রিক্সাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল গভীররাতে পলাসোনা এলাকায় তুরাগ নদীর পাড়ে একটি মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত একটার দিকে ঘটনাস্থলে গিয়ে আসমত আলী নামের এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করে গাছা থানায় নিয়ে আসে।

পুলিশের ধারনা, অটোরিক্সা চালককে ছুড়িকাঘাতে হত্যা করে তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।

নিহত আসমত আলী স্ত্রী সন্তান নিয়ে বোর্ডবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিক্সা চালাতো। সে শেরপুর জেলার নান্দাাবাড়ি থানার আন্ধারপাড়া গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে বলে জানা যায়।

নিহতের স্ত্রী জোবেদা বেগম বাদী হয়ে গাছা থানায় অজ্ঞাত পরিচয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এখনও পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি ।

আসামী গ্রেফতারে পুলিশ কাজ করছে বলে জানায় পুলিশের কর্মকর্তারা।

Exit mobile version