Site icon Jamuna Television

বিশ্বকাপ ম্যাচের ‘সঠিক’ ভবিষদ্বাণী করছে ভারতীয় এই কুকুর!

নাম তার জিমি। এখন পর্যন্ত বিশ্বকাপের আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করেছে সে। এমনটাই দাবি করেছে ভারতের দ্বিতীয় সারির একটি সংবাদমাধ্যম। ফলে হায়দরাবাদে এরইমধ্যে ভাইরাল কুকুরটির কীর্তি।

২০১০ সালে অক্টোপাস পলের ম্যাচ বাই ম্যাচ ভবিষদ্বাণী নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা বিশ্বে। এরকম অনেক কীর্তিই ফুটবল বিশ্বকাপের সময় চোখে পড়েছে। এখন ইংল্যান্ডে চলছে ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যে নজর কেড়েছে ডগ কাণ্ড।

এক বা দুটি ম্যাচ নয়। এখন পর্যন্ত আটটি ম্যাচের সঠিক ফল জানিয়েছে জিমি। ম্যাচের দিন সকালে দুই দলের নাম লেখা কাগজ নেন তার মালিক সত্যনারায়ণ। একটি সিদ্ধ ডিম দুই ভাগ করে রাখা থাকে কাগজ দুটিতে। কুকুরটি প্রথমে যে কাগজ থেকে তা খাবে, সেই দলই হারবে!

জিমির ভবিষ্যদ্বাণীর হার এখন পর্যন্ত ১০০ শতাংশ। সঙ্গত কারণে রাতারাতি সেলিব্রিটি বনে গেছে ও। সোশ্যাল মিডিয়ার বদৌলতে সে ও তার কাণ্ড চাউর হয়ে গেছে।

Exit mobile version