Site icon Jamuna Television

ইনজুরিতে মুশফিকুর রহিম

শক্তিশালী ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামার আগে টাইগার শিবিরে দুঃসংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে চোটাক্রান্ত মুশফিকুর রহিম।

শনিবার নেটে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছেন বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

অনুশীলনের সময় ডান হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের করা একটি বল মুশফিকের ডান হাতে আঘাত হানে।

এতে চোট পেয়ে সঙ্গে সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এরপর আর অনুশীলন করতে পারেননি মুশফিক।

সোমবার ইংল্যান্ডের টনটনে বিশ্বকাপের প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

শক্তিশালী ক্যারিবীয় দলের বিপক্ষে নামার আগে মুশফিকের ইনজুরিতে দুশ্চিন্তায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে মুশফিকের ইনজুরির কতোটা গুরুতর, তা এখনও স্পষ্ট করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Exit mobile version