Site icon Jamuna Television

কারাবন্দীদের নাস্তায় নতুন মেন্যু

কারাগার প্রতিষ্ঠার পর থেকে একই মেন্যুতে সকালের নাস্তা করতো কারাবন্দীরা। এবার নাস্তায় যুক্ত হয়েছে নতুন খাবারের মেন্যু।

কারা সূত্র জানায়, নতুন মেন্যুতে একজন কয়েদি ও হাজতি সপ্তাহে দুই দিন পাবে ভুনা খিচুড়ি, চার দিন সবজি ও রুটি এবং বাকি এক দিন হালুয়া ও রুটি। আজ সকাল ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন এ মেন্যু উদ্বোধন করবেন।

এর আগে কারাগার প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সকালের নাস্তায় একটি মাত্র মেন্যু ছিল। নাস্তায় একজন কয়েদি পেত ১৪.৫৮ গ্রাম গুড় এবং ১১৬.৬ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)। একই পরিমাণ গুড়ের সঙ্গে একজন হাজতি পেত ৮৭.৬৮ গ্রাম আটা (সমপরিমাণ রুটি)।

Exit mobile version