Site icon Jamuna Television

নেট বোলারের মাথা ফাটিয়ে দিলেন সাইফউদ্দিন

মোহাম্মদ সাইফউদ্দিনের একটি লফটেড শটে মাথা ফেটে যায় এক নেট বোলারের। আহত হয়ে বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে দ্রুত মাঠ ত্যাগ করেন ওই নেট বোলার।

শনিবার (১৫ জুন) ইংল্যান্ডের টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দল অনুশীলন করে। টাইগারদের অনুশীলনের সময় অলরাউন্ডার সাইফউদ্দিনের একটা শট এসে হঠাৎ করেই নেট বোলারের মাথায় আঘাত হানে।

সঙ্গে সঙ্গে নেট বোলার পিচের উপর পড়ে যান। মাথা থেকে রক্ত ঝরতে থাকে। মাঠে দ্রুত ছুটে আসে মেডিকেল টিম। সাইফউদ্দিনের শট লাগে নেট বোলারের ডান কান আর মাথার মাঝে।

ওই নেট বোলারের নাম রেনেল। তার মাথা ও কানের মতো স্পর্শকাতর জায়গায় বলের আঘাত লেগেছে। তবে তিনি জানিয়েছেন, ভালো আছেন।

এবারের বিশ্বকাপে এর আগে অস্ট্রেলিয়ার অনুশীলনের সময় ডেভিড ওয়ার্নারের শটে আহত হয়েছেন আরও এক নেট বোলার। ওই নেট বোলারকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল। তবে সাইফউদ্দিনের শটে আহত নেট বোলারকে হাসপাতালে যেতে হয়নি।

সোমবার এই টনটনেই ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। ক্রিস গেইলদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে শনিবার অনুশীলনের সময় ডান হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা যায় মুশফিকের চোট অতোটা গুরুতর নয়।

Exit mobile version