Site icon Jamuna Television

বাজেটে সম্পদের বৈষম্য কমানোর ন্যূনতম দিক নির্দেশনা নেই: মান্না

বাজেটে সম্পদের বৈষম্য কমানোর ন্যুনতম কোনো দিক নির্দেশনা নেই বরং যে পদক্ষেপে নেয়া হয়েছে তাতে বৈষম্য আরও বাড়বে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, বাজেট ঘাটতি মেটানোর ঋণ, অর্থনীতিতে ঝুকি তৈরি করবে। পরোক্ষ করের আধিক্য রাষ্ট্রের প্রায় সব মানুষের ওপর চাপ তৈরি করবে। খেলাপি ঋণ কমানো এবং ব্যাংকিং সেক্টরের সংস্কারের কোনো পদক্ষেপ নেই।

তিনি আরও বলেন, প্রায় প্রনোদনাহীন শেয়ার বাজার; কালো টাকা সাদা করার সুযোগ; অসৎ হবার জন্য রাষ্ট্রীয় প্ররোচনা। দুর্নীতির প্রকোপ, সুশাসনের অভাবের কারণে উন্নয়ন বাজেটের একটা বড় অংশ বাস্তবায়িত হয়নি। বন্টনের সীমাহীন বৈষম্য শুধু ব্যক্তিতে নয়, জেলায়ও আছে। দুর্বৃত্তদের সুযোগ সুবিধা দেবে এই বাজেট। অর্থনৈতিক সংকটে পড়বে দেশ।

Exit mobile version