Site icon Jamuna Television

উন্নত দেশ হতে হলে কারিগরি শিক্ষার উপর আরও গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

উন্নত দেশে পরিণত হতে হলে কারিগরি শিক্ষার উপর আরো গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার এ বিষয়টি মাথায় রেখেই কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

সকালে রাজধানীর আগারগাঁও-এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্কিলস কম্পিটিশনের উদ্বোধন করে তিনি একথা বলেন৷ উন্নত বিশ্বের সকল দেশই কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়ায় উন্নতির শিখরে উঠতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি। তাই বর্তমান সরকার ক্ষমতায় এসেই কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে আসছে। দেশের প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী দীপু মনি।

Exit mobile version