Site icon Jamuna Television

পেপার মিলের দূষিত বর্জ্য খালে ফেলা বন্ধের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাপড়ীগঞ্জে অবস্থিত রাজা পেপার মিলের দূষিত বর্জ্য মিশ্রিত পানি সরাসরি ইছামতি খালের পানিতে ফেলায় মারাত্বক পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে। পরিবেশ দূষণ ও কারখানাটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জের চাপড়ীগঞ্জের দূষণ হওয়া ইছামতি খালের দু’পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে কয়েক গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। এছাড়া মানববন্ধনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেয়।

বর্তমানে কারখানার বিষাক্ত বর্জ্যর এসব পানি দূষিত হয়ে বিপদজনক মাত্রায় পৌঁছে গেছে। দূষণ ও ধ্বংসের কবল থেকে ইছামতি খালকে বাঁচাতে এবং এলাকার পরিবেশ রক্ষায় অবিলম্বে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা ও কারখানাটি বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুতই কার্যকরী ব্যবস্থা নিবেন এমনটাই দাবি এলাকাবাসীর। দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে মহাসড়ক অবরোধ এবং কারখানাটি বন্ধসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

Exit mobile version