Site icon Jamuna Television

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

ইংল্যান্ডের ম্যানচেস্টারে হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস দিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ম্যাচ শুরুর দিকে বৃষ্টির শঙ্কা কম থাকবে। তবে বিকেলে ও সন্ধ্যায় আবার বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশ।

ভারতের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন তারা এ খেলাটিকে আলাদাভাবে দেখছেন না। অপরদিকে সাবেক পাকিস্তান অধিনায়ক ওয়াকার ইউনুস বলেছেন, ভারত পাকিস্তানের সব ম্যাচই বড়। তবে এবারের লড়াইয়েও ভারত এগিয়ে। বিশ্বকাপের কোনো খেলায় পাকিস্তান এখনো ভারতকে হারাতে পারেনি।

Exit mobile version