সরকার পতন দূরের কথা, ঐক্যফ্রন্ট নিজেদের মধ্যেই ঐক্য ধরে রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।সচিবালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে ব্রিফিং এ তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, গণফোরাম সভাপতি বলেছেন এক বছরের মধ্যে সরকারের পতন হবে। কিন্তু তাদের নিজেদের মধ্যেই ঐক্য নেই। এ সময় তথ্যমন্ত্রী বাজেট নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি বলেন, বিএনপি ও বেসরকারী সংস্থা সিপিডি বাজেটের যৌক্তিক সমালোচনা না করে গদবাধা সমালোচনা করছে। গত দশ বছরে আওয়ামী লীগ সরকারের বাজেট যদি এতই খারাপ হতো তাহলে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হতো না।

