Site icon Jamuna Television

 বজ্রপাতে দুই গরুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ  ইউনিয়নে বজ্রপাতে ঘটনায় তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় দুটি গরু মারা গেছে।

স্থানীয়রা জানায়, রোববার (১৬ জুন) বিকেল ৩টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের শিকরাইল গ্রামে এ ঘটনাটি ঘটে। বিকেলে ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত হলে গ্রামের আশিক মিয়ার গোয়াল ঘরে বজ্রপাত পড়ে ঘরে থাকা দুটি গরু মারা যায়। এসময় গোয়াল ঘরের পাশে থাকা পরিবারের তিনজন আহত হন। আহতরা হলেন,আশিক মিয়া (৫৫),পাবলু মিয়া (৩৩),ছানা বেগম (৬০)। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

 

 

Exit mobile version