Site icon Jamuna Television

হলমার্ক চেয়ারম্যান জেসমিনের জামিন বাতিল

ভুয়া এলসির বিপরীতে সোনালী ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করেছে আপিল বিভাগ। দুদকের এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

২০১৬ সালের ১ নভেম্বর জেসমিনসহ ১৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জয়নাল আবেদিন। ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে কোনো মালামাল আমদানি-রপ্তানি না হওয়া সত্ত্বেও ভুয়া কাগজপত্র তৈরি করে সোনালী ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয় মামলায়। চলতি বছরের ১০ মার্চ হাইকোর্ট এ মামলায় জেসমিন ইসলামকে জামিন দেন। পরে এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করেছিল।

Exit mobile version