Site icon Jamuna Television

ভারত-পাকিস্তান ম্যাচে আবারো বৃষ্টির বাধা

ভারত-পাকিস্তান ম্যাচে আবারও বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে আপতত খেলা বন্ধ রয়েছে। বৃষ্টির আগে ভারতের বিপক্ষে ৩৩৭ রানের পাহাড় ডিঙাতে নেমে ৩৫ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান করে পাকিস্তান। বৃষ্টির কারণে আর যদি খেলা মাঠে না গড়ায় তাহলে ডিএল মেথডে ৮৬ রানে জয় পাবে ভারত।

ভারতের বিপক্ষে রানের পাহাড় ডিঙাতে নেমে দলীয় ১৩ রানে ওপেনার ইমাম-উল হকের উইকেট হারায় পাকিস্তান। এরপর ফখর জামান ও বাবর আজমের ১০৪ রানের অনবদ্য জুটিতে জয়ের স্বপ্ন দেখা শুরু করে পাকিস্তান। এক উইকেটে ১১৭ রান করা পাকিস্তান এরপর মাত্র ১২ রানের ব্যবধানে বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় পাকিস্তান।

পাকিস্তান শিবিরে জোড়া আঘাত হানেন কুলদীপ যাদব। তার বলে বোল্ড হয়ে ফেরেন বাবর। তার আগে ৫৭ বলে তিন চার ও এক ছক্কায় ৪৮ রান করেন তিনি। নিজের ঠিক পরের ওভারে বোলিংয়ে এসে দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া ফখর জামানকে ক্যাচ তুলতে বাধ্য করেন কুলদীপ।

৭৫ বলে ৭টি চার ও এক ছক্কায় ৬২ রান করে ফেরেন ফখর জামান। এরপর হার্দিক পান্ডিয়ার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ছক্কায় ইনিংস শুরু করা মোহাম্মদ হাফিজ। ব্যাটিংয়ে নেমে কিছু বুঝে ওঠার আগেই পান্ডিয়ার বলে বোল্ড শোয়েব মালিক।

Exit mobile version