Site icon Jamuna Television

৩য় দিনের মতো ঝালকাঠিতে বাস ধর্মঘট চলছে

চাঁদাবাজিসহ মারধরের প্রতিবাদে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছেন ঝালকাঠির বাস শ্রমিকেরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

১৫ জুন বরিশাল থেকে পঞ্চিমাঞ্চলের ৯টি রুট ও ঝালকাঠি থেকে দক্ষিণাঞ্চলের ৭টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন শ্রমিকেরা। বরিশাল বাস মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজি আর নির্যাতনের অভিযোগে বাস চলাচল বন্ধ রেখেছে ঝালকাঠির শ্রমিকেরা।

তিনদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দক্ষিণ-পঞ্চিমাঞ্চলের শত শত যাত্রী। অতিরিক্ত ভাড়া দিয়ে, টেম্পো, অটো, মহেন্দ্রতে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের।

Exit mobile version