Site icon Jamuna Television

টেলিযোগাযোগ খাত থেকে কর কমানোর আহ্বান মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের

সরকারকে অবিলম্বে টেলিযোগাযোগ খাত থেকে কর কমানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। দ্রুত কলরেট কমানোর উদ্যোগ নেয়ারও আহ্বান তাদের। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, কলরেট বৃদ্ধি না করতে ২০১৮ সালে হাইকোর্টে রিট করা হলে আদালত কলরেট বৃদ্ধিতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। অতিরিক্ত কর আরোপ করে সরকার আদালতের আদেশ মানছেন না বলেও দাবি করেন তিনি।

Exit mobile version