Site icon Jamuna Television

রাজধানীর যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ সোমবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ লাইনে কাজের কারণে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, র‍্যাডিসন হোটেল, রিজেন্সি হোটেল, সিভিল এভিয়েশন কোয়ার্টার, আর্মি গলফ ক্লাবসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এ আট ঘণ্টা খিলক্ষেত ও নিকুঞ্জ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

গতকাল রোববার তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে পাতালপথ নির্মাণ প্রকল্পের কারণে বিদ্যমান গ্যাস সরবরাহ লাইন সরিয়ে নিতে হবে।

তাই জিয়া কলোনি গেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইনের সঙ্গে সংযুক্ত সব সিএনজি গ্রাহক, আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস পাবেন না।

তবে কাজ শেষে বিকাল ৫টার মধ্যেই সেসব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান খান।

এর আগেও গত ৭ মার্চ মিরপুর এলাকায় বেশ কয়েকবার ঘোষণা দিয়ে মেট্রোরেল প্রকল্পের পাইপলাইন স্থানান্তরের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

সেদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ ছিল।

এদিকে দিনের বেলায় দীর্ঘসময় এমন গ্যাস সরবরাহ বন্ধ থাকলে রাজধানীর লাখো মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে জানিয়েছেন নগরবাসী।

Exit mobile version