Site icon Jamuna Television

নুসরাত রাফি হত্যা: অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে প্রতারণা মামলার জবানবন্দি আজ

ফেনীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত হত্যা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে করা প্রতারণা ও চেক জালিয়াতি মামলায় আজ সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। দুপুরে যুগ্ম জেলা দায়রা জজ আদালতে দুই জনের জবানবন্দি রেকর্ড করা হয়।

মামলায় বলা হয়েছে, উম্মুল কোরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন অধ্যক্ষ সিরাজ। ২০১৭ সালে এই ফাউন্ডেশনের ১০৮ জন্য সদস্যের অগোচরে এর সম্পত্তি বিক্রি করে দেন তিনি। পরে বিষয়টির আপোষ-মিমাংসায় দেয়া হয় এক কোটি ৩৯ লাখ টাকার চেক। যা ব্যাংক ডিজঅনার হয়। এ ঘটনায় মামলা হলে গ্রেফতার হন সিরাজ। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন তিনি।

Exit mobile version