Site icon Jamuna Television

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে আর্জেন্টিনা ও উরুগুয়ে

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের শিকার আর্জেন্টিনা ও উরুগুয়ে। তবে পুনরায় চালু করা হয়েছে বিদ্যুৎ সরবরাহ। নজিরবিহীন এ ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মারুশিও মারসি।

রোববার (১৬ জুন) উরুগুয়ে সীমান্তবর্তী আর্জেন্টিনার গ্রীডে কারিগরি ত্রুটি থেকে শুরু বিভ্রাটের।

সকাল থেকেই পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে দুই দেশ। কার্যত অচল হয়ে পড়ে লাতিন আমেরিকার দেশদু’টি।

বাতিল হয় আর্জেন্টিনায় স্থানীয় নির্বাচন।

ক্ষতিগ্রস্ত হয় প্রতিবেশী প্যারাগুয়ে ও চিলিও। বিপর্যস্ত হয়ে পড়ে ওই অঞ্চলের কয়েক কোটি বাসিন্দার জীবন। হাসপাতালগুলোয় তৈরি হয় চরম দুর্ভোগ।

কর্তৃপক্ষ জানায়, রোববার স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত প্রায় ৭৫ ভাগ এলাকায় স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। নজিরবিহীন বিপর্যয়ের পর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দ্রুত উন্নয়নের ঘোষণা দেন উরুগুয়ের প্রেসিডেন্ট।

Exit mobile version