Site icon Jamuna Television

টসে জিতে আবারও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে টনটনে উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফী মোর্ত্তাজা। সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজদের ব্যাট করতে পাঠানোর।

টসে হারলেও হতাশ নন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। তিনি বলেন, এই কন্ডিশনে শুরুতে ব্যাট করা খারাপ না। যদিও টস জিতলে আমরাও ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নিতাম। তবে আগে ব্যাট করে রান তুলে রাখা সবসময়ই ভালো। প্রথম ১০ ওভার হয়তো একটু দেখে খেলতে হবে। তবে পরে সেটা পুষিয়ে নেয়ার মতো ক্ষমতা আমাদের আছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বকাপে তাদের সর্বশেষ ম্যাচেও টসে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। সে ম্যাচে ৩৮৬ রানের পাহাড় গড়ে স্বাগতিকরা।

ইনজুরির সাথে লড়াইয়ে জিতে এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে দলের সেরা দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে। উন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক সময়ের দারুন পারফরম্যান্স উজ্জীবিত করছে বাংলাদেশকে।

Exit mobile version