Site icon Jamuna Television

ইংল্যান্ড শিবিরে ইনজুরির দুশ্চিন্তা, ছিটকে গেলেন জেসন রয়

বিশ্বকাপের চলতি আসরে শুরু থেকেই ইংলিশরা ছিলেন স্বস্তিতে। তবে এই স্বস্তির মাঝে অস্বস্তি হয়ে এসেছে জেসন রয়ের ইনজুরির খবর।

বরাবরই ইংলিশ ওপেনার জেসন রয়ের ওপর ভরসা রেখেছে দল। কিন্তু এবার হয়তো সেটার পুনরাবৃত্তি হচ্ছে না।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন ডানহাতি এই ওপেনার। যার কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বেশ দুশ্চিন্তায় রয়েছে ইংলিশরা।

১৪ জুন ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় বলের পেছনে দৌড়াতে গিয়ে বাঁ পায়ের পেশীতে টান খেয়েছিলেন জেসন রয়। পরবর্তীতে সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যেতে হয় তাঁকে। পরে ব্যাটিংয়েও নামেন নি এই ওপেনার। তার বদলি হিসেবে জেমস ভিন্সকে ফিল্ডিং করতে নামায় ইংল্যান্ড।

ইংলিশ ম্যানেজমেন্ট জানিয়েছে, জেসন রয়ের ইনজুরি গুরুতর। তাই ব্যাটিংয়ে তিনি নামতে পারবেন কিনা, তা নিশ্চিত নয়।

১৮ই জুন আফগানিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। এই ম্যাচের আগে সবার সুস্থতা আশা করছেন ইংল্যান্ড অধিনায়ক।

বিশ্বকাপে ইংলিশদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন রয়। তিন ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ২১৫ রান।

Exit mobile version