Site icon Jamuna Television

রাজধানীতে বায়ূ দূষণ ঘটানো বিভিন্ন কারখানা ও সংস্থার বিরুদ্ধে অভিযান

রাজধানীতে বায়ূ দূষণ ঘটানো বিভিন্ন কারখানা, প্রতিষ্ঠান ও সংস্থার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর।

সকালে মিরপুর বেড়িবাঁধ এলাকায় ছাড়পত্র ছাড়া কারখানা স্থাপন ও পরিবেশ দূষণের দায়ে মাইশা কনস্ট্রাকশন, করিম রেডিমিক্স ও এবিসি রেডিমিক্স কনক্রিটকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। তারা বায়ূ দূষণ ও নির্মাণ সামগ্রী উন্মুক্ত স্থানে রেখে কনস্ট্রাকশনের কাচামাল তৈরি করছিল।

এছাড়া যানবাহনের কালো ধোয়া বন্ধেও অভিযান চালানো হয়। বায়ূ দূষণরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।

Exit mobile version