Site icon Jamuna Television

লে. জে. ফাইজ হামিদ আইএসআইএর নুতন মহাপরিচালক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর নতুন মহাপরিচালক নিযুক্ত হয়েছেন লে. জে. ফাইজ হামিদ। রোববার পাকিস্তান সেনাবাহিনী তাকে এ পদে নিয়োগ দেয়।

তিনি লে. জে. আসীম মুনিরের স্থলাভিষিক্ত হলেন। এর আগে জে. মুনির আট মাস এ সংস্থার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

এরআগে জে. হামিদ আইএসআই এর অভ্যন্তরীন নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এসময়ই তিনি পাক সেনাপ্রধান ওমার বাজওয়ার দৃষ্টিতে আসেন।

এরআগে সন্ত্রাসবাদ দমন নিয়ে উল্লেখযোগ্য সফলতার কারণে পাক সেনাবাহিনীতে জে. হামিদ প্রশংসিত হন।

Exit mobile version