Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের চাপে মেক্সিকো সীমান্তে শরণার্থীদের আটক

সীমান্তে ৮শ’র বেশি অনিবন্ধিত অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে মেক্সিকো। মানবেতর পরিবেশে তাদের রাখা হয়েছে, অভিযোগ মানবাধিকার কর্মীদের। এর আগে অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামাতে না পারলে, মেক্সিকোর সাথে বাণিজ্য নীতিমালা কঠোর করার হুঁশিয়ারি দেয় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের সীমান্তেই আটকে দিতে তৎপর মেক্সিকো। এরইমধ্যে গুয়াতেমালা সীমান্তে মোতায়েন করা হয়েছে ছয় হাজার ন্যাশনাল গার্ড সদস্য।

অভিবাসনপ্রত্যাশীদের ঢল থামাতে না পারলে, মেক্সিকোর সাথে বাণিজ্য নীতিমালা কঠোর করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন হুঁশিয়ারিতে শরণার্থীদের ওপর খড়গহস্ত মেক্সিকো।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মেক্সিকোকে বেঁধে দেয়া হয়েছে ৪৫ দিনের সময়সীমা।

রোববার (১৬ জুন) পর্যন্ত কেবল ভেরাক্রুজ প্রদেশেই শিশুসহ প্রায় ৮শ’ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে মেক্সিকো। বেশিরভাগই গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরের নাগরিক।

এদিকে শরণার্থী কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে বিভিন্ন সংগঠন।

Exit mobile version