Site icon Jamuna Television

ভয়ঙ্কর হয়ে ওঠা লুইসকে ফেরালেন সাকিব

উইকেটে থিতু হওয়ার পর থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে যান এভিন লুইস। ৫৭ বলে ফিফটি গড়ার পর বল আর মাটিতে ফেলতে দেননি লুইস। রীতিমতো ভয়ঙ্কর হয়ে ওঠা ক্যারিবীয় এই ওপেনারকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। তার আগে ৬৭ বলে ৭০ রান করেন লুইস। প্যালেভিয়নে ফেরার আগে শাই হোপের সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ১১৬ রানের জুটি।

ব্যাটিং দানব ক্রিস গেইলকে দ্রুত আউট করে টাইগার শিবিরে স্বস্থির পরশ এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলীয় ৬ রানে গেইলকে ফিরিয়ে উইন্ডিজকে ইনিংসের শুরুতেই চাপে ফেলে দেয় বাংলাদেশ। তবে সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারেননি মাশরাফিরা।

দ্বিতীয় উইকেটে অনবদ্য ব্যাটিং করেন শাই হোপ ও এভিন লুইস। তাদের জুটিতে হতাশ বংলাদেশ দল। শেষ খবর পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ২০ ওভারের খেলা শেষে ১ উইকেটে ৮৬ রান। ৪৫ ও ৩৩ রানে ব্যাট করছেন এভিন লুইস ও শাই হোপ।

সোমবার (১৭ জুন) ইংল্যান্ডের টনটনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। দুদলই একটি করে জয় পেয়েছে, হারের মুখ দেখেছে দুটি এবং একটি করে পরিত্যক্ত হয়েছে। উভয় দলেরই দখলে ৩ পয়েন্ট। ফলে সেমিফাইনালে যাওয়ার জন্য এ ম্যাচে জয়ের বিকল্প নেই কোনো দলেরই।

Exit mobile version