Site icon Jamuna Television

চুমু খাওয়া চিকিৎসককে নিষিদ্ধ করলো পপুলার ডায়াগনস্টিক

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক শওকত হায়দারকে নিজেদের সব শাখায় নিষিদ্ধ করেছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

বিকালে বিশেষ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এতে অনিবার্য কারণে চিকিৎসক শওকত হায়দারের চেম্বার স্থায়ীভাবে বন্ধ ও পপুলারের কোন শাখায় তিনি রোগী দেখবেন বলে জানানো হয়।

এর আগে, গতকাল রাজধানীর ধানমন্ডি-২-এর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

ভুক্তভোগী জানিয়েছেন, চর্মরোগের চিকিৎসা করাতে গেলে তার সাথে অশোভন আচরণ করেন ওই চিকিৎসক। এ ঘটনায় লিখিত অভিযোগ করা হয় পপুলার কর্তৃপক্ষের কাছে।

Exit mobile version