Site icon Jamuna Television

জাদু দেখাতে গিয়ে নদীতে নিখোঁজ জাদুকর

ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীতে হাতে-পায়ে শিকল বেধে লাফিয়ে জাদু দেখাতে গিয়ে নিখোঁজ জাদুকর ম্যানড্রেক।

দীর্ঘ সময় তল্লাশির পরও মেলেনি খোঁজ। তবে এই জাদু দেখানোর অনুমতি ছিল না তার। এই জাদুকর মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর- বিবিসি

রোববার নদীর তীরে অনেকে এই জাদু দেখার জন্য আসেন। পরে তারা পুলিশকে খবর দেন। এরপর তার সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিখ্যাত জাদু শিল্পী হ্যারি হুডিনির অনুকরণ করে ভারতের চঞ্চল লাহিড়ী হুগলী নদীতে জাদু দেখাতে গিয়েছিলেন। হাতে-পায়ে শিকল বাধা থাকলেও নিরাপদে সাঁতার কেটে বেরিয়ে আসার কথা থাকলেও তিনি আর ফিরে আসেনি।

জানা গেছে, ওই জাদুকরের শরীরে আটকানো শিকলে অন্তত ছয়টি তালা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ এবং ডুবুরিদের একটি দল ওই এলাকায় তল্লাশি শুরু করে।

একজন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, জাদুকর লাহিড়ীর মৃতদেহ না পাওয়া পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা যাবে না।

বিশ বছর আগে একটি কাঁচের বাক্সের ভেতর ঢুকিয়ে এই নদীর তলদেশে তাকে পাঠিয়ে দেয়া হয়েছিল। তবে তখন তিনি নিরাপদে নিজেকে মুক্ত করে আনতে পেরেছিলেন।

Exit mobile version