Site icon Jamuna Television

গেইলদের বিপক্ষে জিততে হলে রেকর্ড গড়তে হবে টাইগারদের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে হলে রেকর্ড গড়তে হবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলকে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ সর্বোচ্চ ৩১৯ রানের রেকর্ড তাড়া করে জয় পেয়েছিল।

২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের পাহাড় ডিঙাতে নেমে ১১ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে দলের জয়ে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। এছাড়া ফিফটি গড়েন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার ইংল্যান্ডের টানটনে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ (৯৬) ও এভিন লুইসের (৭০) অনবদ্য ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩২১ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। এছাড়া ২৬ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন সিমরন হিতমার।

বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে উইন্ডিজের এটা সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০০৩ সালের বিশ্বকাপে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বাধীন দলের বিপক্ষে সর্বোচ্চ ২৪৪/৯ রান করেছিল কার্ল হুপারের নেতৃত্বাধীন ক্যারিবীয় দল।

Exit mobile version