Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার আবিরনগর গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়াছিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। এদিকে ভাইয়ের মৃত্যুতে বড় বোন তানিশা আক্তার অচেতন হয়ে পড়েছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়াছিন আবিরনগর গ্রামের ছৈয়াল বাড়ির হাফিজ উল্যার ছেলে।

পরিবার সূত্র জানায়, ইয়াছিন বাড়ির উঠানে খেলা করছিল। খেলাধুলা করতে গিয়ে সকলের অজান্তেই একপর্যায়ে পুকুরে পড়ে যায়। তাকে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজা হয়। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। পরে তার বড় বোন তানিশা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায়। স্থানীয়রা মূমুর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে।

Exit mobile version