Site icon Jamuna Television

পুলওয়ামায় ভারতীয় সেনাদের উপর ফের হামলা: নিহত ১ মেজর, আহত ৩

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আবারো হামলা চালিয়েছে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা। আরিহাল গ্রামের কাছে ৪৪ রাইফেলসের উপর এ হামলা চালানো হয়েছে। হামলায় সেনাবাহিনীর একটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয় এবং একজন মেজর নিহত হয়। এছাড়াও আরো ৩ সেনা আহত হয় বলে জানা গেছে।

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পুলওয়ামায় হামলার ঘটনা ঘটে। কাশ্মীরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চা‌লানোর সময় আচমকাই বিচ্ছিন্নতাবাদীরা সেনাবাহিনীর উপর হামলা করে।

এর আগে গত বুধবার সিআরপিএফ টহল দলের উপরে জঙ্গীরা গুলি চালালে পাঁচ জন সেনা নিহত হন।

উল্লেখ্য, পাক গোয়েন্দারা এ হামলার ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীকে আরো আগেই সতর্ক করে, সে অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীও সতর্ক ছিল হামলার ব্যাপারে তবুও বিচ্ছিন্নতাবাদীরা এ হামলা চালায়।

Exit mobile version