Site icon Jamuna Television

চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে নিহত ১২, আহত ৭৬

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৬ জন। ক্ষতিগ্রস্ত বেশ কিছু বাড়িঘর।

স্থানীয় সোমবার রাত ১২টার দিকে চ্যাংনিং পল্লীতে ভূমিকম্পটি আঘাত হানার পর এ হতাহতের ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টার দিকে আঘাত হানে ভূমিকম্প। উৎপত্তিস্থল প্রদেশটির ইবিন শহরে। ভূপৃষ্ঠের মাত্র ১৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়ায় কম্পনের তীব্রতা ছিল বেশি। দ্রুত জরুরি ব্যবস্থা নেয় দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তিন শতাধিক ফায়ার সার্ভিস কর্মী ও জরুরি পণ্য সহ ৬৩টি ট্রাক পাঠানো হয় আক্রান্ত এলাকায়। আঘাত হানার মাত্র এক মিনিট আগে ভূমিকম্প সতর্কতা জারি হয়েছিল প্রদেশের রাজধানী চেংডুতে।

Exit mobile version