Site icon Jamuna Television

একনেকে সাড়ে আট হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

চলমান প্রকল্প দ্রুত বাস্তবায়নের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক সভায় তিনি মহাসড়কে গাড়িচালকদের বিশ্রামাগার নির্মাণেরও নির্দেশনা দেন। ওই সভায়, আট হাজার ৫৩ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, এক লাখ অতি দরিদ্র নারীকে পুষ্টিকর খাদ্যাভ্যাস তৈরিতে সহায়তা দেবে সরকার। এ জন্যে প্রকল্প নেয়া হচ্ছে। এর আওতায় সব জেলার একটি করে উপজেলা নির্বাচন করা হয়েছে। মোট ৩১৭ কোটি টাকার এই প্রকল্পের আওতায় প্রত্যেক নারী, মাসে ৩০ কেজি করে পুষ্টিকর চাল ও নগদ দেড়শ’ টাকা পাবেন। প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি রোধে, এই টাকা মোবাইলে ‘ক্যাশ ট্রান্সফার’ করা হবে। এছাড়া রাসায়নিক গুদাম নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। সভায় জানানো হয়, এডিপি বাস্তবায়নের হার ৬৮ শতাংশ এবং মে মাসে মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশ।

Exit mobile version