Site icon Jamuna Television

ইফা ডিজি সামীম আফজালের পদত্যাগের দাবিতে অনড় কর্মকর্তা-কর্মচারীরা

মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

সকাল ১১টা থেকে কর্মবিরতি দিয়ে অবস্থান শুরু করেন তারা। এসময় ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ আনা হয় মহাপরিচালক সামীম আফজালের বিরুদ্ধে। ২০০৯ সালের জানুয়ারিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান তিনি।

অভিযোগ রয়েছে নিয়োগ, পদোন্নতিসহ নানা বিষয়ে অনিয়ম করেছেন সামীম আফজাল। গত ১০ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়। নোটিশের পর থেকেই অস্থিরতা শুরু হয় ইসলামিক ফাউন্ডেশনে।

Exit mobile version