Site icon Jamuna Television

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে সোমবার রাতে মর্টার হামলা হয়েছে। বাগদাদ থেকে ৩০ কিলোমিটার উত্তরে তাজি সামরিকঘাঁটিতে অন্তত দুটি মর্টারশেল আঘাত হেনেছে।

মার্কিন সেনারা ওই ঘাঁটিতে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়ও স্বীকার করেনি। খবর রয়টার্সের।

এর আগে গত শনিবার ভোরে বাগদাদের উত্তরে বালাদ বিমানঘাঁটিতেও তিনটি মর্টারশেল আঘাত হানে। ওই হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সম্প্রতি পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার পর থেকেই ইরাকে মার্কিন সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র ও মর্টার হামলা বেড়ে গেছে।

ইরাকের জনগণ ও সংগঠনগুলো সে দেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধী। তারা এখনও সে দেশে অচলাবস্থার জন্য মার্কিন সেনা উপস্থিতিকেই দায়ী করছে।

Exit mobile version