Site icon Jamuna Television

ক্রাইস্টচার্চ হামলার ভিডিও শেয়ার করায় ২১ মাসের কারাদন্ড

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ভিডিও শেয়ার করার অপরাধে এক ব্যবসায়ীকে ২১ মাসের জেল দিয়েছে নিউজিল্যান্ড। মঙ্গলবার (১৮ জুন) এ রায় দেয় ওয়েলিংটনের আদালত।

সাজাপ্রাপ্ত ফিলিপ আর্পস একজন স্বঘোষিত শ্বেতাঙ্গ কট্টরপন্থি।

গত মার্চে জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নির্বিচারে গুলি চালায় অস্ট্রেলিয় নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। বেশ কয়েকজন বাংলাদেশিসহ প্রাণ হারান ৫১ মুসল্লি।

হামলার পুরো ঘটনাই ফেসবুকে লাইভস্ট্রিমিং করে ট্যারান্ট।

৪৪ বছর বয়সী ফিলিপ অন্তত ৩০ জনের কাছে ওই ভিডিও’র কপি পাঠায়। যাতে বিদ্বেষমূলক ধারাভাষ্যও যুক্ত করে সে।

রায়ে বলা হয়, মুসলিম জনগোষ্ঠি সম্পর্কে ঘৃণা থেকেই আপত্তিকর ভিডিও শেয়ার করেছে সে। ৩ বছর আগেও একটি মসজিদে শূকরের মাথা রাখার অপরাধে আর্থিক জরিমানা হয়েছিলো ফিলিপের।

Exit mobile version