Site icon Jamuna Television

আজও বিক্ষোভ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৬ দফা দাবিতে ৪র্থ দিনের মত বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে কয়েক ঘণ্টা পলাশী থেকে চানখাপুল সড়ক অবরোধও করে তারা।

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে, ফটক নির্মাণ, সনির নামে ছাত্রী হলের নামকরণ, পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বরের ব্যবহার, গাছ না কাটা, ইন্টারনেট সহজলভ্য করাসহ মোট ষোলটি দাবি। শিক্ষার্থীরা জানান, এসব দাবি নিয়ে অনেকবার উপাচার্যের সঙ্গে দেখা করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। শিক্ষার্থীদের দাবি সাথে বিভিন্ন ছাত্র সংগঠনও একমত পোষণ করেছে বলে জানায় শিক্ষার্থীরা।

Exit mobile version