Site icon Jamuna Television

এবারের বিশ্বকাপে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি মরগ্যানের

ইয়ন মরগানের অনবদ্য সেঞ্চুরি। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ইয়ন মরগ্যান। মাত্র ৫৭ বলে শতরান করেন তিনি।

বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের এ অধিনায়ক।

মঙ্গলবার (১৮ জুন) আফগানিস্তানের বিপক্ষে ৫৭ বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন মরগ্যান।

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে ৫৭ বলে শতরানের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মরগ্যান।

ওয়ানডে ক্রিকেটে এটা তার ১৩তম সেঞ্চুরি। তবে এর আগে টেস্টে ২টি সেঞ্চুরি করেছেন ইংলিশ এ তারকা ব্যাটসম্যান।

Exit mobile version