Site icon Jamuna Television

সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র

সিরিয়ায় কুর্দিশ যোদ্ধাদের অস্ত্র সরবরাহ বন্ধ করবে যুক্তরাষ্ট্র। সিরিয়া সংকট নিরসনে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সাথে ফোনালাপে এ আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু জানান, সশস্ত্র কুর্দিশ সংগঠন- ওয়াই.পি.জি-কে অস্ত্র না দিতে এরই মধ্যে মার্কিন জেনারেলদের নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। অবশ্য এ বিষয়ে এখনও নীরব হোয়াইট হাউজ। সিরিয়ায় আইএস-বিরোধী লড়াইয়ে ওয়াই.পি.জি’র অবদান ওয়াশিংটনের দৃষ্টিতে উল্লেখযোগ্য হলেও, দীর্ঘদিন ধরেই সংগঠনটির প্রতি মার্কিন সমর্থনে ক্ষুব্ধ ছিল আঙ্কারা। তুরস্কে সন্ত্রাসী তালিকাভুক্ক ওয়াই.পি.জি, নিষিদ্ধঘোষিত কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকে’র অংশ বলে দাবি দেশটির সরকারের।

Exit mobile version