Site icon Jamuna Television

বিশ্বকাপে রশিদ খানের লজ্জার সেঞ্চুরি!

বিশ্বকাপে এবার অন্যরকম রেকর্ড গড়লেন আফগান বোলার রশিদ খান। বিশ্বসেরা এই বোলার ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে দিয়েছেন ১১০ রান। বল হাতে লজ্জার সেঞ্চুরি করেছেন তিনি।

আজ মঙ্গলবার ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। এরপরই আফগান বোলারদের উপর ছড়ি ঘোরাতে থাকেন ইংলিশ ব্যাটসম্যানরা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৯৭ রান।

এদিন রশিদ খানের উপর দিয়ে একাই ঝড় বয়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। রশিদের সপ্তম ওভারে ৩ ছক্কা হাঁকিয়ে ৫৭ বলে সেঞ্চুরি তুলে নেন মরগান।

রশিদ খানের ৯ ওভারে ৩টি চার এবং ১১টি ছক্কা হাঁকান ইংলিশরা। ইকোনমি রেট ছিলো ১২ দশমিক ২২।

Exit mobile version