Site icon Jamuna Television

সৌদিতে আবারও ড্রোন হামলা

‌‌‌‌‌‌‌সৌদি আরবে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রাহীরা। মঙ্গলবার (১৮ জুন) জোটের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। খবর খালিজ টাইমসের।

সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে জোটের মুখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আবহার আবাসিক এলাকা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার আগেই সফলভাবে ড্রোন দু’টি ভূপাতিত করা সম্ভব হয়েছে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এতে বলা হয়েছে, সোমবার পৌনে ১২টার দিকে বিস্ফোরক ভর্তি ড্রোনগুলো ধ্বংস করা হয়।

গত সপ্তাহেও আবহা এলাকায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা।

সে সময় বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে।

Exit mobile version