Site icon Jamuna Television

ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’ চালুর ঘোষণা ফেসবুকের

২০২০ সালের মধ্যে ভার্চুয়াল মুদ্রা ‘লিবরা’ চালু করার ঘোষণা দিল ফেসবুক। মাস্টারকার্ড, উবার, ভিসা, পেপ্যাল, ভোডাফোনের মতো বিশ্বখ্যাত ২৭টি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে ছাড়া হবে এই ক্রিপ্টোকারেন্সি। মঙ্গলবার ফেসবুক সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার অফিসিয়াল পেজে জানান একথা।

এসময় তিনি আরো বলেন, প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে ‘লিবরা অ্যাসোসিয়েশন’ নামে একটি অলাভজনক সংগঠন গড়বে। এই সংগঠনের অধীনেই ‘লিবরা’র দেখভাল করবে একটি বিশেষজ্ঞ দল। ব্লকচেইন ব্যবহার করে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে এই ক্রিপ্টোকারেন্সি। বলা হচ্ছে, ফেসবুকের এই প্রকল্প সফল হলে বিশ্বব্যাপী ব্যাংকিং সেবায় আসবে আমূল পরিবর্তন। অচিরেই সব ধরনের আর্থিক লেনদেন চলে আসবে ব্লকচেইন প্রযুক্তির আওতায়।

Exit mobile version