Site icon Jamuna Television

‘লেবার নিউকামার অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন টিউলিপ সিদ্দিক

‘লেবার নিউ কামার এমপি অব দ্যা ইয়ার’ পুরস্কার পেলেন বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিক।  যুক্তরাজ্যে প্যাচওয়ার্ক ফাউন্ডেশন তাকে এই পুরস্কার প্রদান করে। হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ে গত ১৫ নভেম্বর এ পুরস্কার তুলে নেন। এদিকে এই পুরস্কার পাওয়ার পর  টিউলিপ সিদ্দিক ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘লেবার নিউ কামার অফ দ্য ইয়ার সনদ পেয়ে আমি গর্বিত।’

রাজনীতিকদের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রতিবছর প্রতিবছর পুরস্কার প্রদান করে প্যাচওয়ার্ক ফাউন্ডেশন। টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।  গত জুনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি পুনর্নির্বাচিত হোন। তিনি মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হোন।

 

 

 

Exit mobile version