Site icon Jamuna Television

বিতর্কিত বিল বাতিলের দাবিতে হংকংয়ে বিক্ষোভ অব্যাহত

চলমান পরিস্থিতি নিয়ে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম ক্ষমাপ্রার্থনা করলেও তা প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা। বিতর্কিত ‘অপরাধী প্রত্যর্পণ বিল’ ও লামের পদত্যাগের দাবিতে অব্যাহত রয়েছে বিক্ষোভ।

হংকংয়ে প্রায় দেড় সপ্তাহ ধরে চলা বিক্ষোভের জেরে স্থগিত করা হয় বিলটি। তবে পুরোপুরি বাতিল না করায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে দু’দফায় ক্ষমা প্রার্থনা করেন প্রধান নির্বাহী লাম।

তিনি জানান, সবার সাথে আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে আইন। আন্দোলনকারীদের দাবি, ক্ষমাপ্রার্থনাই যথেষ্ঠ নয়। জনগণের দাবিকে অগ্রাহ্যকারী বেইজিংপন্থি প্রধান নির্বাহীর শাসনে আর আস্থা নেই বলে জানান তারা।

বিক্ষোভকারী যশুয়া ওং বলেন, লাখ লাখ নাগরিকের বিক্ষোভের পরও প্রশাসন বিল বাতিল করেনি। জনগণের দাবি অগ্রাহ্য করে ক্যারি লাম দু:খ প্রকাশ করছেন। যা অর্থহীন। তবে আমরাও দমে যাবো না। আরও সংগঠিত হয়ে আন্দোলন পরিচালনা করবো। আরও বড় পদক্ষেপ আসছে সামনে।

Exit mobile version