Site icon Jamuna Television

সেমিফাইনাল নিশ্চিত করতে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি নিউজিল্যান্ড

বিগ ম্যাচে আজ মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপদের সামনে লক্ষ্য শীর্ষস্থান পুনরুদ্ধারের আর প্রোটিয়াদের লড়াই সেমিফাইনাল রেসে থাকা।

মূল লড়াইটা হবে দু’দলের পেইস আক্রমণে। বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়।

বিশ্বকাপের ৭ দেখায় ৫ টিতেই জয় নিউজিল্যান্ডের। যেখানে সবশেষ চার বিশ্বকাপেই কিউইদের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে প্রোটিয়াদের। সবশেষ বিশ্বকাপে সেমি থেকেই নিতে হয় বিদায়।

এই বিশ্বকাপেও বাজে ফর্মে ডু প্লেসি’রা। পাঁচ ম্যাচে একমাত্র জয় দুর্বল আফগানিস্তানের বিপক্ষে। তবে এই ম্যাচে জয় পেলে বাংলাদেশের সমান ৫ পয়েন্ট হবে প্রোটিয়াদের। তাদের জন্য সুখবর ইনজুরি কাটিয়ে একাদশে আসছেন লুঙ্গি এনগিডি।

অবশ্য নিউজিল্যান্ড আছে সেরা ফর্মে। ৪ ম্যাচ থেকে কিউইদের সংগ্রহ ৭ পয়েন্ট। সুযোগ থাকছে এই ম্যাচে জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার।

নিউজিল্যান্ডের মূল শক্তি পেইস অ্যাটাক। ম্যাট হ্যানরি, ট্রেন্ট বোল্ট, কালাম ফার্গুসনরা জ্বলে ওঠলে আরও একবার হতাশায় পুড়তে হবে ডু প্লেসিদের।

Exit mobile version