Site icon Jamuna Television

নওগাঁয় অস্ত্রের মুখে মেয়েকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নওগাঁয় মাকে হত্যার পর অস্ত্রের মুখে মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বখাটে সামিউল ইসলাম সাগরকে প্রধান আসামি করে মামলা হয়েছে। রাতে নিহত গৃহবধূর স্বামী এমদাদুল হক বাদি হয়ে এই মামলা করেন। এর আগে সাগরকে থানায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এসময় গৃহবধূ সাথীকে হত্যা ও তার মেয়েকে নির্যাতনের কথা স্বীকার করে সে। অন্যদিকে পুলিশের হেফাজতে থাকা নির্যাতিত তরুণীর ডাক্তারি পরীক্ষা এখনও সম্পন্ন হয়নি।

মামলায় বলা হয়েছে, কুসুম্বা ইউনিয়নের চকশ্যামরা গ্রামের সামিউল ইসলাম সাগর, প্রায়ই ওই তরুণীকে উত্ত্যক্ত করতো। প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে সম্প্রতি তাকে হত্যার পরিকল্পনা করে সাগর। মঙ্গলবার রাতে মা-মেয়ের শোবার ঘরে ঢুকে প্রথমে মা নাসিমা আক্তারকে হত্যা করে সে। পরে অস্ত্রের মুখে মেয়েকে ধর্ষণ করে।

Exit mobile version