Site icon Jamuna Television

সরকারি উদ্যোগে সারাদেশে আনন্দ শোভাযাত্রা

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব স্বীকৃতি দেয়ায় সরকারি উদ্যোগে আজ সারাদেশে হচ্ছে আনন্দ শোভাযাত্রা। ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রা। এর আগে বেলা বারোটার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা।  শোভাযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শেষ হবে। সেখানে সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে শোভাযাত্রায় অংশ নিতে ধানমন্ডি ৩২ নম্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা জড়ো হয়েছিলেন সেখানে।

ঢাকাবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতেই এই শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন। রাজধানীর পাশাপাশি সারা দেশে ইউনিয়ন থেকে জেলা শহরগুলোতে বর্ণিল আয়োজন শুরু হয়েছে সকাল থেকে।

Exit mobile version