Site icon Jamuna Television

সাংবাদিক খাগোশি হত্যার দায় সৌদির: জাতিসংঘ

আজ বুধবার সৌদি সাংবাদিক জামাল খাগোশি হত্যাকাণ্ড নিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কিত জাতিসংঘের তদন্তকারী এগনাস কালমার্ড তার রিপোর্ট জমা দিয়েছেন। কালমার্ড খাগোশি হত্যাকাণ্ড সম্পর্কিত আন্তর্জাতিক তদন্ত দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রিপোর্টে কালমার্ড বলেন, সৌদি কর্তৃপক্ষের দ্বারা তুরস্কের সৌদি দূতাবাসে জামাল খাগোশির হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ পরিকল্পিত।

কালমার্ড জানান, তিনি ও তার দল ফরেনসিক ও আইনি কিছু তথ্যপ্রমাণ পেয়েছেন এই হত্যাকাণ্ডর ব্যাপারে এবং একইসাথে তার্কিশ গোয়েন্দারাও তাদের কিছু অডিও ও অন্যান্য তথ্যপ্রমাণ সরবরাহ করেছে। যার ভিত্তিতেই তিনি এই রিপোর্ট তৈরি করেছেন।

রিপোর্ট তৈরি করার সময় কালমার্ড এই হত্যাকাণ্ডের সকল রাষ্ট্রীয় ও ব্যক্তিগত সম্ভাব্যতা যাচাই করেই এটি তৈরি করেছে।

তবে সিআইএ সহ অনেক গোয়েন্দা সংস্থাই বলছে এই হত্যাকাণ্ডর পিছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্পষ্ট হাত আছে এবং তার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তবে বরাবরই সৌদি কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।

কালমার্ড খাগোশি হত্যার দায়ে আটককৃত ১১ জনের নাম প্রকাশ ও তাদের বিচার কার্যে স্বচ্ছতা আনার জন্যও সৌদি আরবের প্রতি আহ্বান জানান।

ওয়াশিংটনের এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র চায় খাগোশি হত্যার বছরপূর্তির আগেই এই হত্যাকাণ্ডের বিচার সমাপ্ত করতে।

Exit mobile version