Site icon Jamuna Television

মেসির গোলে আর্জেন্টিনার শেষ রক্ষা

নিজেদের ২য় ম্যাচে এসেও জয়ের দেখা পেলো না আর্জেন্টিনা। প্যারাগুয়ের সাথে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত মেসির পেনাল্টি গোলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা।

এদিকে গ্রুপের অপর ম্যাচে কাতারকে ১-০ গোলে হারিয়ে টানা ২য় জয় তুলে নিয়ে ১ম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া।

প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হার, এই ম্যাচে আলবিসেলেস্তাদের জয়ের গুরুত্ব বাড়িয়ে দেয় কয়েকগুণ। কিন্তু বেলো হরিজন্তেতে আবারো নিজেদের খুজে পেতে সমস্যায় পড়তে হয় মেসিদের। প্যারাগুয়ের আক্রমনে কয়েকবারই ছন্নছাড়া হয়ে পড়ে আর্জেন্টিনার রক্ষণভাগ।

আক্রমনে গিয়েও সাফল্য পাচ্ছিলো না স্কালোনি শিষ্যরা। মেসির ফ্রিকিক বা আক্রমনে সবসময়ই বাধা হয়ে দাড়াচ্ছিলেন প্যারাগুইয়ান গোলরক্ষক ফার্নান্দেজ।

তবে ৩৭ মিনিটে আলবিসেলেস্তাদের রক্ষনে চিড় ধরান সানচেজ। আলমিরনের ক্রস থেকে প্যারাগুয়েকে এগিয়ে নেন এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে সমতা ফেরাতে মড়িয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে তাদের সামনে কখনও বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার, না হয় গোলরক্ষক ফার্নান্দেজ।

তবে ৫৭ মিনিটে আলবিসেলেপেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি।

Exit mobile version